অনেকে টম হ্যাংকস এর নাম শুনলে কোন বাছ বিচার না করেই মুভি দেখতে বসে যান। আপনি সেই দলে যদি নাও হন তাহলেও মাস্টার পিস একটি মুভি দেখতে চাইলে Cast Away মুভি টি দেখতে পারেন। এই ভিডিওর শুরুতেই রবীন্সন ক্রুসোর কথা বলেছিলাম, এই মুভিটি টা অনেকটা সেরকম। গল্প কিন্তু আরো ভয়ানক অবস্থা। এক কর্মকর্তা চাকরি কোম্পানির কাছে প্লেনে করে গন্তব্য যাচ্ছিলেন। সহযাত্রী সবাই মারা যায়, ভাগ্য ক্রমে জীবিত থাকেন চাক নোল্যান্ড। কিন্তু তার আশ্রয় হয় জনমানবহীন এক দীপে।
সেখানে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কোনো কিছুরই অস্তিত্ব নেই। এমনি বিরূপ পরিবেশে তার বেঁচে থাকা সংগ্রাম ।এই সংগ্রামে চাকের শেষ পরিণতি কি হয় সেটা জানতে হলে দেখতে হবে দুই ঘন্টা তেইশ মিনিট দৈর্ঘের মাস্টারপিস এই মুভিটি। মুভির প্রথম দশ মিনিট ও শেষ পাঁচ মিনিট ব্যতীত বাকি অংশে আপনি টম হ্যাংক্স ছাড়া আর কোনো অভিনেতার উপস্থিতি খুঁজে পাবেন না। কিন্তু মুভিটি দেখার সময় ওসব ভাবনা মাথায় ঢোকার কোনো সুযোগই পাবেন না।
GIPHY App Key not set. Please check settings