día de la virgen de guadalupe মেক্সিকোতে অনুষ্ঠিত খ্রিস্টানদের এক মিলননেলা। প্রতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত এই তীর্থযাত্রার বিশেষত্ব হল এখানে সবাই সাদা পোশাক পরে থাকে। পুরো দ্বীপ জুড়ে ছড়িয়ে থাকা সবাই একের পর এক মন্দির পরিদর্শন করেন। তাদের হাতে থাকে ছোট একটা বই, সেই সব নির্দেশনা অনুসরণ করে তারা তওবা করেন। আমাদের দেশে যেমন বিশ্ব এজতেমায় তুরাগের তীরে মুসলিমরা জড়ো হয়, মেক্সিকোতেও ঠিক এমনটাই ঘটে। সম্মেলনের এলাকায় কোন হোটেল বা ভালো জায়গা নেই। খোলা আকাশের নিচে তাবু খাটিয়ে যারা থাকে, তাদের জন্য অবশ্য স্বেচ্ছাসেবীর ব্যবস্থা থাকে, যারা সবসময় আগতদের সেবায় নিয়োজিত থাকে।
GIPHY App Key not set. Please check settings