কুম্ভ মেলা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় মিলন মেলা হলো হিন্দুদের। এই মেলায় তারা তীর্থ যাত্রায় গঙ্গায় পূর্ণ স্নান করেন। তাদের বিশ্বাস এই স্নানের ফলে সব পাপ ধুয়ে মুছে যায়। প্রতি বারো বছর পর পর ভারতের হরিদ্দার ও নাসিকে পূর্ণ কুম্ভ আয়োজিত হয়।
হিসাব করলে দেখা যায় প্রতি তিন বছর অন্তর এই জায়গাগুলোর কোথাও না কোথাও কুম্ভ মেলা বসছে। তা সেই পূর্ণই মেলাই হোক বা অর্ধ মেলা। কথিত আছে, দেবতারা সমুদ্র মন্থন করে অমৃতের হাড়ি নিয়ে পালানোর সময় সেখান থেকে কয়েক ফোটা অমৃত চার জায়গায় ছড়িয়ে পড়েছিল সেই জায়গাগুলোতে। মেলায় প্রায় বারো কোটি মানুষ অংশ নেয়। এত বিপুল পরিমান মানুষ অংশ নেওয়ার পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু হয়।
GIPHY App Key not set. Please check settings