ইরানের নৌবাহিনীতে এখন পর্যন্ত যোগ হয়নি কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার। বাহিনীটিতে ফ্রিগেট রয়েছে ছয়টি, করভেট রয়েছে তিনটি এবং সাবমেরিন রয়েছে ৩৪টি। নেই কোনো ডেস্ট্রয়ার। তবে ইরানের ৮৮টি পেট্রোলবোট ও তিনটি মাইন ওয়্যাফেয়ার রয়েছে।
এছাড়া আরো আছে
শাহাব-৫
শাহাব সিরিজের মধ্যে শাহাব-৫ ক্ষেপণাস্ত্রটির ব্যাপারে ইসরাইলি মিডিয়াগুলো জানিয়েছে, ইরানের কাছে থাকা মিসাইলগুলোর মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী।
রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি
ইরান প্রমাণ করেছে, যুক্তরাষ্ট্রের রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তিকে অকার্যকর করা সম্ভব। এ কারণে যুদ্ধ শুরু হলে এর ভয়াবহ পরিণতির ব্যাপারেও যুক্তরাষ্ট্র দুশ্চিন্তায় পড়েছে।
বলা যায় ইরান দ্রুতগতিতে তাদের পারমাণবিক কর্মসূচী চালিয়ে নিচ্ছে। ধারণা করা হচ্ছে দেড় থেকে দু’বছরের মধ্যে ইরান পারমাণবিক শক্তিধর দেশ হয়ে উঠবে।
GIPHY App Key not set. Please check settings