রণবীর সিং এ বার কপিল দেব হয়ে পর্দায় আসছেন ১০ এপ্রিল। সে দিন মুক্তি পাচ্ছে ‘৮৩’। ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জেতার পটভূমিকার ছবিতে রণবীরের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা।
এছাড়া আছে
গুলাবো সিতাবো
পরিচালক সুজিত সরকারের এ বছরের উপহার ‘গুলাবো সিতাবো’। অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবি পারিবারিক কমেডি-ড্রামা।
বাগী থ্রি
‘বাগী’ সিরিজের তৃতীয় ছবি ‘বাগী থ্রি’ মুক্তি পাবে ৬ মার্চ। অভিনয়ে টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর ও রীতেশ দেশমুখ।
সূর্যবংশী
রোহিত শেঠির পরিচালনায় ‘সূর্যবংশী’ পর্দায় আসছে ২৭ মার্চ। এ ছবিতে অক্ষয়কুমারকে পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় দেখা যাবে।
কুলি নাম্বার ওয়ান
গোবিন্দ-কারিশ্মার ‘কুলি নাম্বার ওয়ান’ আবার ফিরছে। এ বার জুটি বাঁধছেন বরুণ ধাওয়ান ও সারা আলি খান। ছবি মুক্তি ১ মে।
সড়ক টু
১৯৯১ সালে মুক্তি পাওয়া ছবি ‘সড়ক’- এর পরবর্তী অংশ ‘সড়ক টু’ আসছে এ বছর। নাম ভূমিকায় সঞ্জয় দত্ত, আলিয়া ভাট এবং আদিত্য রায় কাপুর। ছবি মুক্তি পাবে ১০ জুলাই।
শামসেরা
অষ্টাদশ শতকের এক ডাকাতের জীবন নিয়ে রুদ্ধশ্বাস অভিযানের ছবি। নাম ‘শামসেরা’। মুক্তি পাবে ৩১ জুলাই। মূল ভূমিকায় আছেন রণবীর কাপুর, সঞ্জয় দত্ত এবং বাণী কাপুর।
ভুলভুলাইয়া টু
৩১ জুলাই পর্দায় আসছে আরও একটি ছবি, ‘ভুলভুলাইয়া টু’। ২০০৭-এর সুপারহিট ছবির পরবর্তী অংশে মূল ভূমিকায় অভিনয় করছেন কার্তিক আরিয়ান।তুফান‘ভাগ মিলখা ভাগ’- এর পরে আবার দর্শকের জন্য ফারহান আখতার-রাকেশ ওমপ্রকাশ মেহরা জুটি। ফারহান এ বার এক মুষ্টিযোদ্ধার চরিত্রে। ছবি মুক্তি পাবে ২ অক্টোবর।
Comments
Loading…