স্যামসাং গ্যালাক্সি এস ১১ (Samsung Galaxy S11) (2/20)

এ বছর স্যামসাংয়ের গ্যালাক্সি এস ১১ আসবে মোট পাঁচটি সংস্করণ নিয়ে। তিন ধরনের ডিসপ্লে সাইজ নিয়ে বাজারে আসবে ফোনগুলো। প্রতিটিরই ডিসপ্লে হবে স্পোর্ট কার্ভড-এইজের। গ্যালাক্সি এস ১১ সিরিজের সবচেয়ে ছোট সংস্করণ হবে গ্যালাক্সি এস ১১ ই। এর ডিসপ্লে সাইজ হতে পারে ৬ দশমিক ২ বা ৬ দশমিক ৪ ইঞ্চি। ব্যাটারির শক্তি হবে ৩৭৩০ এমএএইচ। গ্যালাক্সি এস ১১ মডেলে থাকবে ৬ দশমিক ৭ ইঞ্চির ডিসপ্লে। এতে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। ব্যাটারির শক্তি হবে ৪৩০০ এমএএইচ। সবচেয়ে বড় ডিসপ্লে থাকবে গ্যালাক্সি এস ১১ প্লাস মডেলে। ফোনটির ডিসপ্লে হবে ৬ দশমিক ৯ ইঞ্চি। একটি দুটি সংস্করণে থাকবে ফাইভজি ও এলইটি সাপোর্ট। ফোনগুলোতে প্রসেসর হিসেবে থাকবে এক্সিনোস ৯৮৩০ প্রসেসর। যুক্তরাষ্ট্রে সরবরাহকৃত ফোনগুলোতে থাকবে ড্রাগন ৮৬৫ প্রসেসর।

গ্যালাক্সি এস ১১ মডেলে ১০৮ মেগাপিক্সেলের আইএসওসেল ব্রাইট এইচএমএক্স সেন্সর ব্যবহার করা হচ্ছে না। যদিও ২০১৮ তে এই সেন্সরটি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। এর বদলে স্মার্টফোনটিতে ব্যবহার করা হচ্ছে এই প্রযুক্তির আরও উন্নতমানের দ্বিতীয়-প্রজন্মের সেন্সর। ভাবা হচ্ছে এর হয়তো বিশেষ একটি অর্থ রয়েছে। ইতিমধ্যেই সেন্সরটির মূল সংস্করণটি ব্যবহার করা হয়েছে শাওমি স্মার্টফোনে। এক্ষেত্রে গ্যালাক্সি এস ১১-এ এই সেন্সরের ব্যবহার স্যামসাংয়ের জন্য নতুন কিছু হবে না বলেই ধারণা করা হচ্ছে। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে সানফ্রান্সিসকোতে গ্যালাক্সি এস ১১ সিরিজের দেখা মিলতে পারে। স্মার্টফোন উন্মোচন অনুষ্ঠানের সম্ভাব্য স্থান হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।

Written by Azaher Ali Rajib

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

অ্যাপল আইফোন ১২ (Apple iPhone 12) (1/20)

শাওমি এমআই ১০ (Xiaomi Mi 10) (3/20)