ক্রীতদাস হিসেবে বিক্রী করার উদ্দেশ্যে। সেই ভয়াল ইতিহাস মুছে ফেলে কেপ ভার্দে এখন জনপ্রিয় ট্যুরিস্টস্পট হিসেবে বিখ্যাত হয়েছে। অতিথি আপ্যায়নে তাদের কোন জুড়ি নেই। হাইকিং বলুন, কিংবা আন্ডার ওয়াটার এক্সপ্লোরিং – সবকিছুর জন্যই কেপ ভার্দে সেরা অপশন। সাগরের হাঙরের সাথে মিতালি গড়তে চাইলে চলে যাবেন শার্ক বে’ তে। এই সুযোগ দুনিয়ার আর কোথাও আপনি পাবেন না।
পরিশেষ এ এইটুকু বলতে চাই ব্যস্ত জীবনের হতাশা আর ক্লান্তিগুলোকে ভ্রমণ যেভাবে মাটিচাপা দিতে পারে সেটা অন্য কোন কিছুতেই সম্ভব নয়। ভ্রমণ মানুষের আত্নাটাকে বাচিয়ে রাখে, মনটাকে করে সজীব। এই দশটি দেশের বাইরেও আরো অনেক অসাধারন জায়গা আছে ঘুরে বেড়ানোর মত। পর্যায়ক্রমে সেগুলো নিয়েও উপস্থিত হব।
GIPHY App Key not set. Please check settings