ব্যাকাপ রাখুন। (5/5)

আপনার ওয়েবসাইট এর সমস্ত কন্টেট, ফাইলস,লিঙ্কস, ইমেজ একটি নিরাপদ স্থানে স্টোর করে রাখুন। এখন তো অনেক ধরণেরক্লাউডস্টোরেজ আছে যারা আপনি যখনই নতুন কিছু আপ্লোড করবেন অটোমেটিক ভাবে তা ব্যাকাপ করে রাখবে। ব্যাকাপ না রাখলে এবং  ওয়েবসাইট ক্র‍্যাশ হলে আপ্নাকে আপনার হোস্টিং সার্ভিস প্রোভাইডার এর কাছ হাত পাততে হবে। সেক্ষেত্রে প্রোভাইডার ভালো না হলে অনেক টাকাও গুনতে হতে পারে।

সঠিক এবং নিয়মিত যত্ন আপনার ওয়েবসাইকেক্র‍্যাশ হওয়া থেকে রক্ষা করবে। ব্যাকাপ রাখাটা অত্যন্ত জরুরি। আপনার ওয়েবসাইট এর যদি নিয়মিত অনেক ভিজিটর থাকে, ওয়েবসাইট জনিত যেকোনো সমস্যায় তাদেরকে নোটিফাই করতে পারেন যদিও এটা একটা ব্যায়বহুল কাজ। মোট কথা আপনাকে নিয়মিত রক্ষণাবেক্ষণ এর কাজটা চালিয়ে যেতে হবে।

Written by Azaher Ali Rajib

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

ডোমেইন এবং হোস্টিং নিয়মিত আপডেট করুন। (4/5)

মেদ কমানোর জন্য কী খাবেন? (1/7)