ডব্লিউ.ও. বেন্টলে ১৯১৯ সালে যখন বেন্টলে মোটরস গঠন করেছিলেন, তিনি এমন গাড়ি তৈরির স্বপ্ন দেখেছিলেন যেটা একই সঙ্গে হবে দ্রুতগামী, ভাল এবং মানের দিক থেকেও এক নম্বর। বর্তমানে এটা নিঃসন্দেহেই বলা যায় যে, ডব্লিউ.ও. বেন্টলের সেই স্বপ্ন পূরণ হয়েছে। ব্রিটেনে তৈরি নতুন ফ্লাইং স্পারগুলো ঠিক সেরকম গাড়ি, যেরকমটা ডব্লিউ.ও. বেন্টলে চেয়েছিলেন। সর্বশেষ যে ফ্লাইং স্পার বাজারে এসেছে সেটি একই সঙ্গে দ্রুতগতিসম্পন্ন এবং ভালো মানের একটি গাড়ি। ঘন্টায় এর গতি ২০৭ মাইল পর্যন্ত তোলা সম্ভব।
GIPHY App Key not set. Please check settings