ব্লুমবার্গ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, ফ্রাসোয়া বেটেনকোর্ট মেয়ারস বর্তমান বিশ্বের শীর্ষ ধনী নারী। এজন্য অবশ্য তাকে কোনো কষ্টই করতে হয়নি। তার দাদা ইউজনি স্কুলার ১৯০৭ সালে প্রসাধনী প্রতিষ্ঠান ল’রিয়েল গড়ে তুলেছিলেন। তিনি তার পুরো সাম্রাজ্য বেটেনকোর্টের মা লিলিয়ানকে দিয়ে গিয়েছিলেন। আর ২০১৭ সালে যখন লিলিয়ান মারা যান তখন ল’রিয়েল এর ৩৩ শতাংশ শেয়ারের উত্তরাধিকারী হন বেটেনকোর্ট। বলতে গেলে, কোনো প্রচেষ্টা ছাড়াই ৪৬ বিলিয়ন ডলারের মালিক হয়েছেন তিনি।
GIPHY App Key not set. Please check settings