নিয়মিত আপডেট করুন। (2/6)

আমাদের আগে যেমন কত ধরণের এন্টিভাইরাস লাগতো আমাদের পিসিকে ম্যালওয়্যার, ভাইরাসের হাত থেকে রক্ষা করতে, Windows 8 এবং 10 এর আপডেট ভার্সনে আপনাকে এখন টাকা দিয়ে এন্টিভাইরাস কেনা লাগবেনা। নিয়মিত আপডেট দিলে আপনার কম্পিউটার এর নিরাপত্তা মাইক্রোসফটই প্রদান করবে। উইন্ডোজ মেনুতে ক্লিক করে আপনি সেটিং এ গিয়ে খুব সহজেই আপডেট দিতে পারেন। তবে আপডেট হওয়ার সময় কম্পিউটারে অন্যকিছু না চালানোই ভালো।

Written by Azaher Ali Rajib

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

অপ্রয়োজনীয় প্রোগ্রাম ব্যবহার বন্ধ করুন। (1/6)

অপ্রয়োজনীয় এপস আনইন্সটল করুন। (3/6)