নন্টে আর ফন্টে সমবয়সী সহপাঠী দুই বন্ধু। তারা পশ্চিম বাংলার কোনো অজানা মফস্বল শহরের একটি বোর্ডিং স্কুলে থেকে লেখাপড়া করে। তাদের এই বোর্ডিং স্কুলের জীবনের ছোটখাটো বিভিন্ন মজার মজার ঘটনা নিয়েই এই কমিক। তাদের সাথে একই বোর্ডিংয়ে থাকে কেল্টু নামের পাজী ধরনের একটু বেশি বয়সের এক দুষ্টু ছাত্র। “কেল্টুদা” নামে যাকে বোর্ডিংয়ের বাকি ছাত্ররা সম্বোধন করে থাকে। অধিকাংশ গল্পের বিষয়বস্তু কেল্টুর সাথে নন্টে-ফন্টের রেষারেষি, যার পরিসমাপ্তি ঘটে কেল্টুর উচিত সাজার মাধ্যমে।
নন্টে-ফন্টে বিখ্যাত ভারতীয় বাঙালি চিত্রশিল্পী নারায়ণ দেবনাথের লেখা ও আঁকা কমিক চরিত্র। এটি প্রথম প্রকাশিত হয় পশ্চিমবাংলার মাসিক পত্রিকা ‘কিশোর ভারতী’তে(১৯৬৯)। পরবর্তীতে দেব সাহিত্য কুটির থেকে এটি বই আকারেও প্রকাশিত হয়। ২০০৩ সাল থেকে নন্টে ফন্টের রঙিন সংষ্করণও প্রকাশ করা শুরু হয়। এই কমিক থেকে পরে এনিমেটেড ভিডিও সিরিজও নির্মিত হয়েছে। এগুলোর প্রত্যেকটিই দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
GIPHY App Key not set. Please check settings