নিরাপদ ও শান্তিময় দেশের তালিকায় ডেনমার্কের অবস্থান এতটাই ভালো যে এমনকি নরওয়ের লোকেরাও ডেনমার্কে গিয়ে ছুটি কাটাতে চায়। OECD দেশগুলোর মধ্যে খুনের হারের দিক দিয়ে ডেনমার্ক ৫ম সর্বনিম্ন অবস্থানে রয়েছে। মানুষের চলার পথে এখানে কোন প্রকারের অপরাধ কার্যক্রমের কথা তেমন একটা শোনাই যায়না। এমনকি দেশে যারা মাদক পাচারকারী রয়েছে তারা দেশ থেকে হেরোইন পাচার করার সময় যথাসম্ভব হিংস্রতা/গোলযোগ পরিহার করেই কাজ করার চেষ্টা করে।
GIPHY App Key not set. Please check settings