ডগলাস ডার্স্ট (1/20)

ভাগ্যের সন্ধানে মার্কিন মুলুকে এসে ডার্স্ট অরগানাইজেশন প্রতিষ্ঠা করেছিলেন জোসেফ ডার্স্ট। ১৯১৫ সালে গড়ে তোলা ছোট্ট সেই প্রতিষ্ঠানটি এখন ৫ দশমিক ২ বিলিয়ন ডলারের পোর্টফোলিও নিয়ন্ত্রণ করছে। আর জোসেফ ডার্স্টের হাতে তিল তিল করে গড়ে ওঠা ডার্স্ট অরগানাইজেশনের নিয়ন্ত্রণ এখন তার নাতি ডগলাস ডার্স্টের হাতে। দাদার বদৌলতেই ৪ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের মালিক হয়েছেন ডগলাস।

Written by Azaher Ali Rajib

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

কাঁচা মাংসের সাথে রান্না করা মাংস ফ্রিজের রাখা। (4/4)

ফ্রাসোয়া বেটেনকোর্ট মেয়ারস (2/20)