ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হচ্ছে জার্মানি। যথাক্রমে ২য় ও ৩য় অবস্থানে আছে ফ্রান্স ও ইংল্যান্ড। জার্মানিতে এদের চেয়েও ১৫ মিলিয়ন জনসংখ্যা বেশি রয়েছে। এছাড়াও ইদানীংকালে সিরিয়া ও অন্যান্য যুদ্ধবিদ্ধস্ত এলাকা থেকে প্রায় ১ লাখেরও বেশি শরণার্থীদের নিজের দেশে ঠাই দিয়েছে জার্মানি।
OECD ভুক্ত দেশগুলোর মধ্যে নরগাতকদের সংখ্যার দিক দিয়ে ৯ম সর্বনিম্ন স্থানে রয়েছে জার্মানি। অর্থাৎ জার্মানির মত এত বড় এবং বিপুল জনমানবের রাষ্ট্রে আপনার হত্যা হবার সম্ভাবনা অস্ট্রিয়ার মত ছোট রাষ্ট্রের চেয়েও অনেক কম! ৮০ মিলিয়ন লোকের জার্মানিতে গড়ে খুনের সংখ্যা বছরে ২১০০ টি, যা সত্যিই অভাবনীয়। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিগত বছরগুলোতে বাৎসরিক খুনের সংখ্যা প্রায় ১৫০০০!
GIPHY App Key not set. Please check settings