চেষ্টা করবেন ৩ থেকে ৪টি ফোন নাম্বার মুখস্থ করে রাখার। (5/10)

কর্মজীবী মানুষ এবং আমরা অনেকেই সারাদিন অফিসের কাজে অথবা ক্যাম্পাস জীবনে ব্যস্ত থাকি । তাই আমাদের উচিত আমাদের বাবা-মা , পার্টনার অথবা রুমমেটের ফোন নাম্বার মুখস্থ করে রাখা । যাতে আমাদের ফোন ছিনতাই হলে অথবা চার্জ শেষ হলে তাদের ফোন দিতে পারি । অন্তত তারা জেনো চিন্তা মুক্ত থাকে ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

অনেক সময় আমাদের ব্যাগে অথবা পকেটে কয়েন অথবা খুচরা পয়সা থেকে যায়। (4/10)

অবসর সময়ে ঘুরে আসুন পুরনো বন্ধুর বাড়ি থেকে। (6/10)