গ্রীস। অভিজাত মানুষের দেশ। একসময় বিশ্বের সবচেয়ে উন্নত সংস্কৃতি ছিল তাদের। সবচেয়ে মেধাবী কবি আর বিজ্ঞানিরা আসতেন এই গ্রীস থেকেই। প্রাচিন শাসকেরা যেভাবে তৈরি করেছেন আধুনিক গ্রীসও সেই আবহটা ধরে রেখেছে, নষ্ট হতে দেয়নি। বাড়ি ঘর কিংবা ভবনগুলো যে কাউকেই আকৃষ্ট করবে। এথেন্সের পথে পথে ঘুরে বেড়ানোটা নস্টালজিক করে তুলতে পারে আপনাকে। মাইকোনাস বা সান্তোরিনি দ্বীপে বিলাসাভ্রমণটা আপনাকে এমনসব দূর্দান্ত অভিজ্ঞতার সম্মুখীন করতে পারে যেটা আপনি আর খুঁজে কোথাও পাবেন না। বিশ্বের হাতেগোনা অল্প কয়েকটা ন্যুড বিচের মধ্যে গ্রীসেই আছে একাধিক। ইউরোপের সেরা ট্রাভেল ডেস্টিনেশনগুলোর মধ্যে গ্রীস বরাবরই উপরের দিকে থাকে। নিরাপত্তা নিয়ে এখানে কোন সমস্যা নেই। তবে চলমান আর্থিক দুর্দশার কারনে পর্যটন ব্যবসায় একটু মন্দাভাব যাচ্ছে গ্রীসে।
GIPHY App Key not set. Please check settings