গ্রীনল্যাণ্ডের বরফ দ্রুত গলে যাচ্ছে। আমরা জানি পৃথিবী গরম হচ্ছে, কিন্তু গত কয়েক বছরে আমরা কতটা দ্রুত ও নাটকীয়ভাবে এই খেলা শুরু করেছি তা দেখছি। পৃথিবীর মেরু অঞ্চলের গড় তাপমাত্রা দ্বিগুণ। এনওএএ এর বিজ্ঞানী গত বছরের শেষের দিকে রিপোর্ট করেছিলেন যে আর্কটিক অন্তত ১৫০০ বছরের মধ্যে দ্রুততম হারে বরফ হ্রাস হযেছে। এতে সুমুদ্ৰ পানি বৃদ্ধি পাবে এবং পৃথিবীর ভূমিঅঞ্চল হার্শ পাবে। এতে বাংলাদেশ ও ক্ষতি গ্রস্ত হবে।
GIPHY App Key not set. Please check settings