কৌশল ১- একটি নাম্বার মনে মনে কল্পনা করা (সহজ) (1/40)

১ আপনার বন্ধুকে মনে মনে একটি নম্বর বাছাই করতে বলুন। নাম্বারটি আপনাকে বলতে মানা করুন এবং মনে রাখতে বলুন শেষ পর্যন্ত।

আমরা একটি উদাহরণে যাব যেখানে আপনার বন্ধুটি ৬ নম্বরটি তুলবে। 

এমনকি বাচ্চারাও এই কৌশলটিতে গণিতটি করতে পারবে, কেনোনা এখানে কেবল ২ দিয়ে গুণ এবং ভাগ করতে হবে। তবে বেশি ছোট বাচ্চাদের ক্ষেত্রে অন্য কাউকে কানে কানে বলে রাখতে পারে মনে রাখার সুবিধার জন্য।

Written by Azaher Ali Rajib

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

১০. X এর মান কত? (10/20)

সংখ্যা দিয়ে যেভাবে মানুষের মন বোঝা যাবে। (2/40)