পিস স্কুলের পুরো ম্যাথডই হলো কো-কারিকুলার অ্যাক্টিভিটিস-নির্ভর। কারণ, অ্যাসেম্বলি থেকে শুরু করে কাসে পাঠ্যবইয়ের সব বিষয়ের সবগুলো পাঠই শিশুরা গ্রহণ করে আনন্দ, মজা আর খুশিমনে। গানে-গানে, ছড়ায়-কবিতায়, আবৃত্তি-অভিনয়ে। লেকচার টেবিলে সবাইকেই সব সাবজেক্ট প্র্যাকটিস করতে হয় নিয়মিত। ছায়া আদালত ও ছায়া সংসদের মাধ্যমে তাদের শেখানো হয় বক্তৃতা-বিতর্ক। আর্ট ও ক্যালিগ্রাফি প্রশিক্ষণ দেওয়া ছাড়াও ছাত্রছাত্রীদের বহুমুখী প্রতিভা ও সৃজনশীলতার বিকাশ সাধন করা হয় এখানে। কিন্তু এই হাসি আনন্দের মাঝেই শিশুদের মাঝে ঢুকিয়ে দেওয়া হয় ধর্ম বিষয়ক কট্টর চিন্তা-ভাবনা।
এই স্কুলগুলোতে শুধু যে, শিশুদেরই পড়ানো হয়, তা নয়। পাঠদান করা হয় শিক্ষকদেরও। প্রতি শুক্রবার শিক্ষকদের বিশেষ ক্লাসের ব্যবস্থা থাকে। এজন্য শিশুদের তারা খুব সাবলীলভাবে পড়াতে পারে।
পিস স্কুলের আরেকটি নিয়ম হলো, শিশুদের কোনো হোম ওয়ার্ক দেওয়া হয় না। ক্লাসেই তাদের সবকিছু শেখানো হয়। এত সুযোগ সুবিধার কারণে স্বাভাবিকভাবেই অবিভাবককরা পিস স্কুলে শিশুকে ভর্তির ব্যাপারে আগ্রহী হন। প্লে গ্রুপে ভর্তির ক্ষেত্রে নেওয়া হয় বাংলাদেশি টাকায় ২০ হাজার টাকার মতো। উপরের ক্লাসে ভর্তি ফি আরও বেশি।
GIPHY App Key not set. Please check settings