যে কোন ভাইরাস কে নভেল বলা হয় তখনি, যখন এটা একেবারেই নতুন। এই ভাইরাসটি বলা চলে একেবারে নতুন। তাই তাকে নিয়ে গবেষণা ও করা শুরু করা হচ্ছে নতুন ভাবে।সাধারণত করোনা ভাইরাস বহন করা প্রানি হচ্ছে বাদুর। কিন্তু অন্য যে কোন প্রাণী হতে পারে। ধারণা করা হচ্ছে এবারের ভাইরাসের উৎপত্তি ইদুর বা মাছ খেক্ষ বিড়াল। অনেক জায়গাতে সাপকে ও সন্দেহ করা হচ্ছে। তবে সাপের ব্যাপারে যুক্তি কম। চিনারা খায়না এমন কোন প্রাণী দুনিয়াতে নাই। থালার মধ্যে জীবন্ত প্রাণী নড়ে চড়ে এমন খাদ্য তাদের বেশি প্রিয়। তাই যে কোন প্রাণী থেকে ই ছড়াতে পারে।
GIPHY App Key not set. Please check settings