গায়ে হলুদের কনের সাজ
একটা সময় ছিল যখন গায়ে হলুদের সাজ মানেই কনের হলুদ রঙের শাড়ি আর বরের সাদা রঙের পাঞ্জাবি। কিন্তু এখন যুগ বদলেছে, সাথে বদলেছে ফ্যাশনের রুচিও। আজকালকার কনেরা গায়ে হলুদে কেবলমাত্র হলুদই নয়, লাল, খয়েরি, সবুজ, এমনকি সাদা রঙের শাড়িও পড়ে থাকেন। আর সাজগোজের জন্য কাঁচা ফুল এবং প্লাস্টিকের ফুল উভয়ই ব্যবহার করা হয়। মেটালের অলংকারের ওপরও ফুল দিয়ে সাজেন অনেকে।
GIPHY App Key not set. Please check settings