ওয়েবসাইট ক্র্যাশ বা কোয়ালিটি ডাউন হয়ে যাওয়ার পেছেন অসংখ্য কারণ আছে। তবে আমরা সাধারণত যে সমস্যাগুলো একটি রানিং কিংবা নতুন ওয়েবসাইট এর এর ক্ষেত্রে দেখে থাকি তা হলো- হোস্টিং এর ডোমেইন সঠিক সময়ে আপডেট না করা, ওয়েব কন্টেন্টে অতিরিক্ত ব্যাকলিংক ব্যবহার করা, নিম্নমানেরব্যান্ডুইথ, কোডিংল্যাঙ্গুয়েজে ভুল থাকা, ওয়ার্ডপ্রেসের এর ক্ষেত্রে HTML ফ্রেমওয়ার্কে সমস্যা, DNS(Domain Name System) এর সাথে সার্ভারের ধীরগতিরকানেকশন, আনঅপ্টিমাইজড ইমেজ(অরিজিনাল হাই রেজুলেশনের ইমেজ সরাসরি ব্যবহার করা), বাজে ওয়েব হোস্টিং সার্ভিস ব্যবহার করা, অতিরিক্ত ইমেজ এবং ভিডিও ব্যবহার করা ইত্যাদি সমস্যা গুলোই ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ এর সময় দেখে থাকি। দেখে নেওয়া যাক এসব সমস্যা সমাধানে প্রাথমিক ভাবে কী কী করতে পারি।
GIPHY App Key not set. Please check settings