মাইক্রোসফট এর ক্লাউড স্টোরেজ এর নাম হচ্ছে ওয়ান ড্রাইভ। উইন্ডোজ 10 এ বিল্ট ইন হিসেবে থাকে এই ফিচার। আপনি আপনার পিসিতে যেকোনো নতুন ডকুমেন্ট, এক্সেল ফাইল, পিডিফ ইত্যাদি তৈরি করলেই অটো সিঙ্ক শুরু হয়ে যাবে। এই অটো সিঙ্কিং বন্ধ করে আপনি আপনার কম্পিউটার এর গতি বাড়াতে পারেন। টাস্কবারের ডানদিকে ক্লাউড এর মত দেখতে ওয়ান ড্রাইভ এর আইকনে রাইট ক্লিক করুন। সেখান থেকে “More” এ গিয়ে “Pause Syncing” এ গিয়ে আপনার পছন্দমত অপশন সিলেক্ট করুন।
GIPHY App Key not set. Please check settings