মাত্র ৩২৩,০০০ জনসংখ্যা সম্বলিত অতি দুর্গম ও নিম্ন জনসংখ্যার রাষ্ট্র আইসল্যান্ড। যদিও বেশীরভাগ ক্ষেত্রেই দুর্গমতা অধিক হিংস্রতা/গোলযোগের কারন হয়ে দাড়ায় কিন্তু আইসল্যান্ডের ক্ষেত্রে তা একদমই বিপরীত। এখানে কোনও সশস্ত্র পুলিশকে রাস্তায় টহল দিতে দেখা যায়না কিন্তু তবুও কোথাও কোন সহিংসতার খবর সচরাচর পাওয়া যায়না। এখানকার লোকেরা এখনও রাতের বেলা দরজা বন্ধ না করেই ঘুমিয়ে যায়। এখানে যদি বছরে একটির চেয়ে বেশি খুন হয় তাহলে সেই বছরটিকে বেশ দুঃখজনক বা খারাপ বছর হিসেবে বিবেচনা করা হয়।
আইসল্যান্ডের বেশীরভাগ মানুষই একে অপরকে চেনে এবং হয়ত এর কারনেই এখানে খুনের হার এতটা কম। আইসল্যান্ড ধনী রাষ্ট্র হওয়ায় এত নিরাপদ তা নয়, এটি এজন্যই এত নিরাপদ কারন এর জনগণ একে এভাবে তৈরি করে নিয়েছে।
GIPHY App Key not set. Please check settings