বিয়ার এবং সসেজের এই ক্ষুদ্র ইউরোপীয় দেশটি একদা ইতিহাসের মহান সাম্রাজ্যের এক স্থান ছিল। ভ্রমণের জন্য অস্ট্রিয়া বেশ নিরাপদ একটি রাষ্ট্র। মাত্র ১ মিলিয়ন জনসংখ্যার এই দেশটিতে যা কিনা সুইডেনের চেয়ে অনেক অনেক ছোট, বছরে ৪০ টি খুনের ঘটনা ঘটে থাকে। OECD এর আওতাধীন ৩৮টি দেশের মধ্যে এখানে আত্মহত্যার হার বেশ উল্লেখযোগ্য পরিমাণে কম।
তবে এর মাধ্যমে এটা বলা যাবেনা যে অস্ট্রিয়া সম্পূর্ণরূপে সমস্যামুক্ত একটি দেশ। ২০১৫ সালের অভিবাসী সংকটের পর, দেশটি অল্প সময়ের জন্য মানব পাচারের একটি জনপ্রিয় পথ হয়ে দাঁড়িয়েছে, যা দেশের সড়কে পরিত্যক্ত ট্রাকের ৭০ জন অভিবাসীকে দুঃখজনক মৃত্যুতে পরিণত করেছে। তবে এসব কিছুর পাশাপাশি, অস্ট্রিয়া তারপরেও ব্যাপক আকারে একটি বন্ধুত্বসুলভ এবং অতি মনোরম দেশ যেখানে আপনি দিন শেষে সচরাচর তেমন কোন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হবেন না।
GIPHY App Key not set. Please check settings