অপ্রয়োজনীয় এপস আনইন্সটল করুন। (3/6)

আমাদের কম্পিউটারে এমন অনেক এপ্লিকেশন বা সফটওয়্যার যেটাই বলেন না কেন ইন্সটল করা থাকে যা আমরা ব্যবহার করিনা। কিছু এপ্স আছে আপনার অনেকটা র‍্যাম দখল করে নিবে। কোন এপ্স কতটুকু র‍্যাম দখল করে তা আপনি এপ্সের অপশনে গিয়ে “Properties” এ ক্লিক করলে সহজেই বের করতে পারবেন। অপ্রয়োজনীয় এবং বেশি র‍্যাম দখল করা এপ্সগুলোকে বিদায় জানিয়ে বিকল্প হিসেবে র‍্যামের উপর প্রেশার কম ফেলে এমন এপ ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ আপনি যদি HTML কোড টাইপ করার জন্য এডিটর খুজেন সেক্ষেত্রে Atom থেকে Visual studio code ব্যবহার করতে পারেন। 

আর আনইন্সটল করার ক্ষেত্রে সেটিং এ গিয়ে এপ্সে যাবেন। সেখানে গেলেই আপনি যেই এপটি আনইন্সটল করতে চাচ্ছেন সেখানে মাউস রেখে মাউসের ডান বাটনে ক্লিক করলেই আনইন্সটল এর অপশন চলে আসবে। 

Written by Azaher Ali Rajib

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

নিয়মিত আপডেট করুন। (2/6)

ডিস্ক ক্লিনাপ (4/6)