হ্যা, আপনি ঠিকই পড়ছেন। সিঙ্গাপুরই হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ দেশ। মাত্র ৫.৩ মিলিয়ন লোকের এই দেশে ২০১১ সালে কেবল ১৬টি খুনের ঘটনা ঘটেছে। এখানে ক্রমবর্ধমান অপরাধের মধ্যে শুধুমাত্র সাইবার অপরাধই উল্লেখযোগ্য। কিন্তু তবুও এটি অন্তন্ত মানব হত্যার মত এত নিষ্ঠুর বা জঘন্য নয়।
শুনে বেশ আনন্দিত হবেন যে, সিঙ্গাপুর জাপানের মত প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত নয়। বেশ পরিষ্কার এবং জীবন্ত একটি রাষ্ট্র। এখানে সামান্য চুইংগাম খেয়ে যেখানে সেখানে ফেলে দেওয়ার জন্যও আইনানুকভাবে জরিমানা করা হয়ে থাকে। সিঙ্গাপুরে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে, এখানকার সরকার স্বাধীনতার চেয়ে নিরাপদে থাকাটাকে বেশি প্রাধান্য দেয়।
GIPHY App Key not set. Please check settings