লাক্সেমবার্গ (9/10)

ইউরোপের অতি ক্ষুদ্র জাতিগুলোর মাঝে এটি একটি। এটি এতটাই ছোট যে এমনকি হল্যান্ডকেও তুলনামুলকভাবে এর চেয়ে বড় ধরা হয়। তবে এরা খুবই ধনী জাতি।

সহিংস অপরাধের কথা এখানে তেমন একটা শোনা যায়না বললেই চলে। ২০১৫ এর দিকে একটি সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে বটে কিন্তু এছাড়া ইদানীংকালে তেমন কোন আর অপরাধ কার্যক্রমের কথা শোনা যায়নি। যদিও লাক্সেমবার্গের জনসংখ্যা মাত্র ৫৪৩,২০২ তবুও এত কম অপরাধ ঘটনা বেশ প্রশংসাযোগ্য। OECD দেশগুলোর মধ্যে লাক্সেমবার্গের সহিংস অপরাধের হার সবচেয়ে কম এবং খুনের হার ৩য় সর্বনিম্ন।

এসমস্ত কিছুর পেছনে কারন হতে পারে দেশের উচ্চ মানের জীবনযাত্রা এবং অতি নিম্ন দারিদ্রের হার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

Loading…

0

জাপান (8/10)

সিঙ্গাপুর (10/10)