নীল আকাশ আর সাগরের নীল জল যেখানে মিতালি গড়েছে সেই জায়গার নাম ফিজি। হাওয়াই দ্বীপপুঞ্জ আর অস্ট্রেলিয়ার মাঝখানে অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে গড়ে উঠেছে ফিজি। যে জায়গাটা এখন সারা পৃথিবীর ট্যুরিস্টদের কাছে অন্যতম জনপ্রিয় এক নাম। সাগরদ্বীপ যে কত সুন্দর হতে পারে সেটা ফিজিতে না গেলে কখনোই বুঝা যাবে না। সাগরের উপরের অংশতো সবাই দেখে, কিন্তু সাগরতলের ভয়াবহ সৌন্দর্যের খোঁজ পেতে হলে আপনাকে ফিজি যেতেই হবে। এখানকার আন্ডারওয়াটার এক্টিভিটি উপভোগ করতেই লাখো মানুষ ছুটে আসে এই ছোট্ট দ্বীপরাষ্ট্রে। সাগরতলের সব রহস্য অন্যরকম এক সৌন্দর্য হয়ে ধরা দিবে আপনার চোখে। ফিজিতে এলে জীবনের এক অন্যরকম রূপ দেখবেন আপনি। এখানকার মানুষগুলো বড় ভাল, আপন করে নেয় সবাইকেই। সপ্তাহখানেক থাকার পরে দেশে ফিরার সময় আপনার রীতিমত কষ্টই হবে এ জায়গাটা ছেড়ে আসতে। একটা বিষয় জেনে রাখা ভাল। বাংলাদেশিদের জন্য ফিজিতে যেতে কিন্তু কোন ভিসা লাগে না। এয়ারপোর্টে নেমে পাসপোর্টে অন এরাইভাল ভিসা লাগিয়ে নেয়া যায় অনায়াসেই।
GIPHY App Key not set. Please check settings