সাগরের বুকে পাম গাছের ডিজাইন এ তৈরি করা হয়েছে একটি দ্বীপ। তার পাশে রয়েছে ওয়ার্ল্ড আইল্যান্ড। এটাও কৃত্রিম, কিন্তু বিনোদনের অপার ভান্ডার দুটো জায়গাতেই। খানিকটা উপর থেকে এই দুটো দ্বীপের ভিউ দেখলে মনটা ভরে যাবে। একটা দ্বীপ চাইলে আপনি ভাড়া নিয়ে ও কয়েকটা দিন নির্জনতায় কাটিয়ে দিতে পারেন। এখানে এলে আপনার মনে হবে পৃথিবীর বুকে অন্যরকম এক স্বাদ আপনি পেয়ে গেছেন!
একটা জিনিস জানিয়ে রাখি। দুবাই অনন্য অসাধারণ এটা যেমন সত্যি, তেমনি টাকা না থাকলে যে দুবাই আর ঢাকার গুলিস্তানের মধ্যে কোন তফাৎ নেই সেটাও সত্যি। দুবাইয়ের চাকচিক্য, অদ্ভুত রোমাঞ্চ এসব উপভোগ করতে চাইলে পকেট ভারি থাকতে হবে। তা না হলে কিন্তু আপনি দুবাইতে থাকলেও জায়গাটাকে ঢাকার ধোলাইখালে এর মতোই মনে হবে।
GIPHY App Key not set. Please check settings