রোম্যান্টিক বই পরলে নিকলাস পারকের কথা সবার ই চেনা থাকবে। তার বেষ্ট সেলার বই থেকে একটি ছবি বানানো হয়েছিল। ছবিটির নাম দা নোটবুক। এটিও ইতিহাসের তালিকায় ও আমাদের ও তালিকায় এক নাম্বার। একটি কথা জানিয়ে রাখি ইতিহাসের মধ্যে অন্যতম বিকৃত এই উপন্যাস এই নোটবুক। ছিনেমাটি একি ভাবে জায়গা করে নিয়েছে। মুভির শুরু এক নার্সিংহোমে। এলি নামের এক বৃদ্ধ। এলেশিয়া নামক এক রোগে আক্রান্ত।
কোন সৃতি তিনি মনে করতে পারে না। এমন কি নতুন কোন ঘটনা ও মনে পরতে পারছে না।এর পর এক বৃদ্ধ লোক আসে তাকে কিছু মনে করাতে। তাকে নিনি নোটবুক উপন্যাসটি পড়ে শোনান। আর তার বলা গল্পটাই ছবির মুল কাহিনী। কি সে কাহিনী? তা জানতে হলে অবশ্যই ছবিটি আপনাকে দেখতে হবে।
GIPHY App Key not set. Please check settings