তুমি কি একটি ৮.৫×১১” কাগজের মধ্য দিয়ে চলে যেতে পারবে? তোমার প্রত্যেকটি স্টুডেন্টের কাছে একটি করে কাগজ দাও এবং বলো তারা যেন কাগজ এমনভাবে কাটে যেন তারা কাগজের ছিদ্রের মধ্য দিয়ে গলে চলে যেতে পারে। তারপর তাদের এই ম্যাজিক ট্রিকটি দেখাও! [visit Pleacher or the Math Lab] সাইটগুলো ঘুরে দেখতে পারো কিকরে সঠিকভাবে কাগজটি কাটতে হবে। তারপর কাগজটি ছড়িয়ে তার আয়তন ও পরিসীমা বের কর! কিভাবে তা বদলে গেলো? ছাত্রছাত্রীদের জন্যে এই প্রজেক্ট প্রথমিক পরিমাপক হিসেবে কাজ করতে পারে। তুমি একটি কার্ডের মধ্যেও ফিট হয়ে যেতে পারো!
GIPHY App Key not set. Please check settings