এক সাংবাদিককে আত্মহত্যার পরামর্শ দিয়েও ভাইরাল বনে যান রেল সচিব মোফাজ্জল হোসেন। ট্রেনের টিকেটের নির্ধারিত মূল্যের চেয়ে কেন বেশি দাম রাখা হচ্ছিল- সচিবের কাছে জানতে গিয়েছিলেন একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক। আর সচিব বলে বসলেন – “আপনি এখন আত্মহত্যা করেন। একটি স্টেটমেন্ট লিখে যান যে রেলের লোকেরা আমার সাথে কথা বলতে চাচ্ছে না। এই মর্মে ঘোষণা দিলাম যে তারা কথা না বলার কারণে আমি আত্মহত্যা করলাম।” পরে অবশ্য সচিব মোফাজ্জল হোসেন জানান তিনি ‘রসিকতা’ করেছিলেন মাত্র। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ভাইরাল হয়ে গেছেন সচিব মহোদয়।
https://www.youtube.com/watch?v=XLnxjdsUhQE



GIPHY App Key not set. Please check settings