জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে বিষয়টি পল্টন থানার ডিউটি অফিসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পল্টন থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল হাসান জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত পল্টন থানায় কোনো মামলা হয়নি। তবে বিষয়টি নিয়ে ডিসি, এডিসি ও ওসি পর্যায়ে আলোচনা ও বৈঠক চলছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর বিজয়নগর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ওসমান হাদিকে অনুসরণ করে। একপর্যায়ে তাকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে তার মাথায় গুলি করে সন্ত্রাসীরা। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসা ও একটি অপারেশন শেষে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু অপারেশন সম্পন্ন হয়েছে সেহেতু এখন কনজারভেটিভভাবেই ম্যানেজ করতে হবে।
তার কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে। তবে সার্বিকভাবে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings