অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না।
তিনি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার অঙ্গীকারও ব্যক্ত করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শুক্রবার এ তথ্য জানান।
বৈঠকে ফেব্রুয়ারির নির্বাচন, অবৈধ অভিবাসন, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট, বিমান ও নৌখাতে সহযোগিতাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।
ড. ইউনূস বলেন, নির্ধারিত সময়ে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে এবং তরুণ ভোটারদের ব্যাপক অংশগ্রহণ থাকবে। তিনি জানান, জুলাই সনদ বাংলাদেশের জন্য নতুন সূচনা হিসেবে কাজ করবে।
চ্যাপম্যান বৈধ অভিবাসন ব্যবস্থার ওপর জোর দেন এবং জুলাই সনদ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনার প্রশংসা করেন। রোহিঙ্গা তরুণদের শিক্ষা ও সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিমান খাতে সহযোগিতা এবং বঙ্গোপসাগরে গবেষণার জন্য ব্রিটিশ গবেষণা জাহাজ কেনার প্রসঙ্গও উঠে আসে।
This post was created with our nice and easy submission form. Create your post!


GIPHY App Key not set. Please check settings