ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বার্তা সংস্থার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ‘দেশটির সেনাবাহিনীর একজন ‘কর্নেল’ ক্ষমতা গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।’
বিদ্রোহী সেনাদের নেতৃত্ব দেওয়া কর্নেল মাইকেল র্যান্দ্রিয়ানিরিনা জাতীয় রেডিওতে দেওয়া এক ঘোষণায় বলেন, ‘আমরা ক্ষমতা গ্রহণ করেছি’। সেনাবাহিনী এখন থেকে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘সেনাবাহিনী দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিলুপ্ত করেছে, তবে জাতীয় সংসদ (লোয়ার হাউস) বহাল থাকবে।’
এর কিছুক্ষণ আগেই সংসদ প্রেসিডেন্ট রাজোয়েলিনার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব পাস করে। মঙ্গলবার মাদাগাস্কারের জাতীয় পরিষদে অনুষ্ঠিত ভোটে ১৩০টি ভোট আন্দ্রে রাজোয়েলিনাকে অভিশংসনের পক্ষে পড়ে।
এর আগে তরুণ প্রজন্মের নেতৃত্বে চলমান সরকারবিরোধী আন্দোলন ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের মধ্যে রাজোয়েলিনা দেশত্যাগ করেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
তবে অভিশংসন ভোট অনুষ্ঠানের নিন্দা জানিয়ে রাজোয়েলিনা সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ‘জাতীয় পরিষদ ভেঙে দেয়া সত্ত্বেও সভাটি অনুষ্ঠিত হয়েছে।’ ফলে ভোটটি ‘অসাংবিধানিক’ বলে দাবি করেন তিনি।
গত ২৫ সেপ্টেম্বর মাদাগাস্কারে বিক্ষোভের সূচনা হয়। দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা ও মৌলিক সেবার ঘাটতিসহ বিভিন্ন অভিযোগে জেন-জি আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। একপর্যায়ে বিক্ষোভ সরকার ও প্রেসিডেন্টবিরোধী আন্দোলনে রূপ নেয়। তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন জি আন্দোলনকারীরা রাজোয়েলিনার পদত্যাগ দাবি করে রাজপথে নেমে আসে।
গত রোববার (১২ অক্টোবর) একটি ফরাসি সামরিক বিমানে করে দেশ ছাড়েন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়ে ম্যাক্রোঁর সঙ্গে ‘সমঝোতার’ পর তিনি দেশত্যাগ করেন। ফরাসি সেনাবাহিনীর একটি কাসা বিমান তাকে মাদাগাস্কারের সান্ত মেরি বিমানবন্দর থেকে তুলে নেয়।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings