বাড়িটি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ফ্রাঙ্কল্যন ষ্টেটে অবস্তিত । বাড়িটি ১৩৯ বছর পুরনো এবং নাম হলো ‘ইংল্যান্ডার হাউস’ । বাড়িটির ভেতরে রয়েছে ৬ টি শোওয়ার ঘর এবং ৩ টি গোসলখানা । ২১ ফেব্রুয়ারী রোববার সকালে ৮০ ফুট দৈর্ঘ্যর সবুজ রঙের বাড়িটি অক্ষত অবস্তায় সরানো হয়।
বাড়িটি সরানোর প্রস্তুতি চলছিল গত ৮ বছর ধরে ।বাড়িটি সরিয়া নেওয়ার আগে রাস্তার দুই পাশের গাছের ডাল ছোট করে দেওা হলো,পার্কিংয়ের জায়গা খালি করে রাস্তা চওড়া করা হলো,সব বিদ্যুতের তার সরিয়ে ফেলা হলো এবং এক্মুখি রাস্তা দিয়ে বাড়িটি নিয়ে যাওয়া হলো ।
বাড়িটি সরানোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
বাড়িটি ফ্র্যাঙ্কলিন স্ট্রিট থেকে ৭ ব্লক দূরে ফুলটনে নিয়ে যাওয়া হয় একটি হাইড্রোলিক ডলির মাধ্যমে ।বাড়িসহ ডলিগুলোকে রিমোট কন্ট্রোলের সাহায্যে প্রতি ঘণ্টায় ১ মাইল গতিতে নিয়ে যাওয়া হয় । এই দৃশ্যটি দেখে প্রচুর মানুষের ভিড় যমে এবং তারা নিজের মোবাইল এ এটি রেকর্ড করেন ।
ভিডিও সোর্স ঃ sam can channel



GIPHY App Key not set. Please check settings