বেসিক আলী হলো কার্টুনিস্ট শাহরিয়ার খানের লেখা ও আঁকায় বাংলা ভাষায় প্রকাশিত একটি কার্টুন স্ট্রিপ। বেসিক আলী এই কার্টুনের প্রধান চরিত্র। ইউনিভার্সিটির ডিগ্রী ধারী বেসিক ব্যক্তিজীবনে অলস। তার বাবা তাকে কায়দা করে ব্যাংকের চাকরিতে ঢুকিয়ে দেন,যেখানে তার পরিচয় হয় রিয়ার সাথে। পরিচয় ধীরেধীরে রূপ নেয় প্রেমে। বেসিক আলী পরিবারের বড় ছেলে। বাড়িতে,অফিসে আর পাড়ায় বন্ধুদের সাথে দিন ভালোই কাটে তার।
কার্টুনটি ২০০৬ সালের নভেম্বর থেকে দৈনিক প্রথম আলোর উপসম্পাদকীয় পাতায় নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। প্রতিদিনের এই স্ট্রিপ কার্টুনের মূল বিষয় হচ্ছে পরিবার, বন্ধুত্ব এবং অফিস ঘিরে মজার মজার সব ঘটনা। বেসিক আলীর বাবা বিশিষ্ট ঋণখেলাপী ব্যবসায়ী তালিব আলী। তিনি আলী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর মালিক। বেসিকের মা মলি আলী গৃহিণী। বেসিকের ছোট বোন নেচার আলী মেডিকেল কলেজের ছাত্রী। আর ছোট ভাই ম্যাজিক হলো স্কুলের ছাত্র। পরিবারের বাইরে বেসিকের ঘনিষ্ঠ বন্ধু আত্মভোলা হিল্লোল।
GIPHY App Key not set. Please check settings