‘পদ্মা সেতুর নির্মাণ কাজের জন্য মানুষের মাথা লাগবে’ – এমন গুজব সামাজিক মাধ্যম থেকে অবশ্য লোকমুখে ভাইরাল হয়ে পড়েছিল গত বছর। দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় এমনকি স্কুলে পর্যন্ত এই গুজব জনমনে ভীতি তৈরি করেছিল।
এই গুজবের জের ধরে গণপিটুনিতে বেশ কয়েকটি হত্যার ঘটনা ঘটে। ঢাকার একটি স্কুলে সন্তানকে ভর্তি করানোর তথ্য জানতে গেলে গণপিটুনির শিকার হয়ে মারা যান তাসলিমা বেগম রেণু।
https://www.youtube.com/watch?v=3afvko8WCrE



GIPHY App Key not set. Please check settings