আমরা প্লাস্টিকের পাশে অন্য কিছু জিনিস আনতে পারবো না। পানীয়, ব্যাগ, খড়, এবং প্যাকেজিং যে ব্যবহার তা দিনেদিনে বাড়বেই। প্রায় ৩২ শতাংশ প্লাস্টিক প্রকৃতিতে পরিণত হয়, আর সেগুলা প্রায়ই মাছ, পাখি এবং তিমিগুলির পেটে শেষ হয়। এবং যেহুতু এগুলা আমরা খাই, সম্ভাব্য আমাদের পেটও যায়। ২০১৫ সালের একটি গবেষণায় দেখা যায় যে ৪.৮ থেকে ১২.৭ মিলিয়ন মেট্রিক টন প্লাস্টিকের প্রতি বছর জমি থেকে সমুদ্রের মধ্যে প্রবেশ করে। ২০৫০ নাগাদ, মাছের তুলনায় প্লাস্টিক থাকবে বেশি সুমুদ্রে। বড় প্রতিষ্টান গুলা পাস্টিক ব্যবহার করায় এর উৎপাদন চলবেই। প্লাষ্টিক এর বিকল্প অনেক গবেষণায় আসছে এবং আশাকরি খুব শিকগরি এর ব্যবহার কমবে।
GIPHY App Key not set. Please check settings