বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় মদের খালি বোতলে পানি বিক্রি বা খাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে রাস্তাঘাট, চা দোকান বা বাস-ট্রাকের ড্রাইভারদের মাঝে এই প্রবণতা বাড়ছে। প্রশ্ন উঠছে—মদের খালি বোতলে পানি খাওয়া কি নিরাপদ?
বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ, খালি বোতল যতই ধোয়া হোক না কেন, তাতে থাকা অ্যালকোহলের কিছু অবশিষ্টাংশ থেকে যেতে পারে। তা শরীরে প্রবেশ করে ক্ষতি করতে পারে, বিশেষ করে শিশু ও যাদের অ্যালকোহলে অ্যালার্জি রয়েছে, তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. রাফসান মাহমুদ জানান, “মদের বোতল সাধারণত তৈরি করা হয় অ্যালকোহল সংরক্ষণের জন্য, পানির জন্য নয়। বোতলটি ভালোভাবে পরিষ্কার না হলে তাতে জীবাণু সংক্রমণ, বিষক্রিয়া এমনকি ক্যানসারের আশঙ্কাও তৈরি হতে পারে।”
এছাড়া সামাজিক দৃষ্টিভঙ্গির দিক থেকেও বিষয়টি বিতর্কিত। কারণ, মদের বোতলে পানি পান করতে দেখলে অনেকেই নেতিবাচক দৃষ্টিতে তাকাতে পারেন। এতে সামাজিক বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনাও থেকে যায়।
সরকারি খাদ্য ও স্বাস্থ্যবিষয়ক দপ্তরগুলোর পক্ষ থেকেও এ বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। তারা বলছে, খাদ্য ও পানীয় সংরক্ষণের জন্য নির্ধারিত বোতল বা পাত্র ব্যবহার করা সবচেয়ে নিরাপদ ও স্বাস্থ্যকর।
মদের খালি বোতলে পানি খাওয়ার অভ্যাস থেকে বিরত থাকাই শ্রেয়। স্বাস্থ্যগত ও সামাজিক দিক বিবেচনায় এটি ঝুঁকিপূর্ণ ও অনুচিত। নিরাপদ পানির জন্য সবসময় পরিষ্কার, নির্ধারিত পানির বোতল বা পাত্র ব্যবহার করা উচিত।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings