ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় আসামির মো. শুকুর আলী শেখকে (৩৫) ১০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। আজ সোমবার ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন।
দণ্ড পাওয়া আসামিরা হলেন রাজবাড়ী জেলা সদরের লন্দানপুর গ্রামের বাসিন্দা।
রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. আবুল কালাম আজাদ ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. শামছুজ্জামান (দিপু) জানান, রায়ে আসামিকে কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২১ মে হাতিরঝিল থানাধীন আমবাগানস্থ মো. আতাহার আলীর রিক্সা গ্যারেজের ভেতরে রিক্সার সিটে বসিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টা করেন মো. শুকুর আলী শেখ। পরে শিশুটি কান্না করায় তাকে ছেড়ে দেন আসামি। কান্নারত অবস্থায় বাসায় এসে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। এ ঘটনায় পরের দিন ভুক্তভোগীর বাবা হাতিরঝিল থানায় এ মামলা করেন।
মামলাটি তদন্ত করে ২০২১ সালের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে হাতিরঝিল থানা পুলিশ। মামলার বিচার চলাকালে ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন ট্রাইব্যুনাল
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings