রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২০২৫ অর্থবছরের গবেষণা প্রকল্পসমূহের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দফতরের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কনফারেন্স রুমে সেমিনারের উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
উদ্বোধনী বক্তব্যে ভিসি বলেন, ‘গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ। জ্ঞান সৃষ্টি, প্রযুক্তিগত উদ্ভাবন ও সমাজ উন্নয়নে গবেষণার ভূমিকা অপরিসীম। এ সেমিনার গবেষণার মানোন্নয়ন ও নতুন ভাবনার বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবেষণা ও সম্প্রসারণ দফতরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক। এতে বক্তব্য দেন ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আব্দুল কাদের জিলানী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো: নুরুল ইসলাম ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: মোশাররফ হোসেন।
সেমিনারে বিভিন্ন অনুষদের ডিন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দফতর ও শাখা প্রধান, শিক্ষক, গবেষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে ৭৩ জন শিক্ষক টেকনিক্যাল সেশনে ২০২৪-২০২৫ অর্থবছরের গবেষণা প্রকল্পসমূহের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করেন। পরে সন্ধ্যায় দিনব্যাপী উন্মুক্ত সেমিনারের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings