ইসরাইল নিঃশর্ত আত্মসমর্পণ করলেই কেবল এ যুদ্ধ বন্ধ হতে পারে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনে এটাই একমাত্র উপায় বলে অভিহিত করেছেন তিনি। শুক্রবার এক্সের এক পোস্টে মাসুদ বলেছেন, আমরা সবসময়ই শান্তি এবং শান্ত থাকার পক্ষে আছি। তবে আমাদের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধ বন্ধের একমাত্র উপায় হচ্ছে ইসরাইলের নিঃশর্ত আত্মসমর্পন। ইহুদিবাদীদের শত্রুভাবাপন্ন এমন হামলার সারজীবনের জন্য বন্ধের নিশ্চয়তা দিতে হবে। এ খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ। এতে বলা হয়, ইসরাইলি আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান।
তিনি বলেছেন, তারা আগ্রাসন অব্যাহত রাখলে এই যুদ্ধ বন্ধ হবে না। বরং ইরান আরও কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে, যার ফলে হামলাকারীদের ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ১৩ জুন ইরানে একতরফাভাবে হামলা চালায় ইসরাইল। এরপর পাল্টা জবাব দেয় তেহরান। যা এখনও চলমান রয়েছে। উভয় দেশের যুদ্ধ অষ্টম দিনে প্রবেশ করেছে। এর মধ্যে উভয় দেশেরই নজিরবিহীন ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আন্তর্জাতিক মিডিয়া বলছে, অকল্পনীয় ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরাইল। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরাইলের বহু স্থাপনা মাটির সঙ্গে মিশে গেছে। হতাহতের সংখ্যাও অকল্পনীয়। ইসরাইল ভাবতেও পারেনি ইরানের আঘাত এতটা কঠোরভাবে এসে তাদের নাস্তানাবুদ করে দেবে। ওদিকে ইসরালের হামলায় ইরানের অভাবনীয় ক্ষতি হয়েছে। তেল আবিব তাদের এজেন্টদের মাধ্যমে ভিতর থেকে হামলা চালিয়ে ইরানের বেশ কয়েকজন পরমাণুবিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের হত্যা করেছে। এছাড়া বহু বেসামরিক বাসিন্দাদেরও প্রাণ গেছে। এর জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড শক্ত জবাব দিয়েছে। তারা ১৬ বার হামলা চালিয়েছে। তা এখনও অব্যাহত রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বহু ভিডিওতে দেখা যায়, ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করছে ইসরাইলের সাধারণ মানুষ। তাদের কাউকে কাউকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গেও বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে। ইরান তাদের অভিযানের নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিজ থ্রি।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings