বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা বলতে গিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড বলেন, ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী “ইসলামপন্থী সন্ত্রাসবাদ” কে পরাজিত করার জন্য মনোনিবেশিত এবং প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার ( ১৭ মার্চ) এনডিটিভি ওয়ার্ল্ডকে সাক্ষাৎতে মার্কিন গোয়েন্দা প্রধান এমন মন্তব্য করেন।
এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ড বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রিসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা সবেমাত্র শুরু হচ্ছে।
তার বক্তব্যে “ইসলামী খিলাফতের” আদর্শ এবং বিশ্বব্যাপী চরমপন্থী উপাদান এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলি কীভাবে এই ধরনের পরিণতির লক্ষ্য রাখে সে সম্পর্কে কথা বলেন। “ইসলামী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিশ্বব্যাপী প্রচেষ্টা একই আদর্শ এবং উদ্দেশ্যের দিকে পরিচালিত হয় বলে মন্তব্য করেন।
সাক্ষাৎকারে তথাকথিত সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়েও কথা বলেন মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা এবং নির্যাতন মার্কিন সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের জন্য একটি প্রধান উদ্বেগের বিষয়।
মিসেস গ্যাবার্ড আরও বলেন, যে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের একটি মতাদর্শকে চিহ্নিত করে পরাজিত করতে এবং “উগ্র ইসলামী সন্ত্রাসবাদ” বলে অভিহিত করার উত্থান বন্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞ।
গ্যাবার্ড বলেন, ডোনাল্ড ট্রাম্প এই ধরণের আদর্শকে চিহ্নিত করতে এবং পরাজিত করতে এবং উগ্রবাদের উত্থান বন্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞ। প্রেসিডেন্ট ট্রাম্প উগ্রবাদীআদর্শকে চিহ্নিত ও পরাজিত করার জন্য এবং তাদের ক্ষমতাকে মানুষের ওপর সেই সন্ত্রাসকে পরাজিত করার জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings