যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ৮৭ জন, যার মধ্যে ২১ জন শিশু ও ২৫ জন নারী। রবিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও, ইসরায়েলের বিমান হামলার তীব্রতা বাড়তেই থাকে।
ইসরায়েলের উগ্র-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ঘোষণা দিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করলে তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করবেন।
মিডিয়া সূত্রে জানা গেছে, ইসরায়েলের মন্ত্রিসভা শুক্রবার এই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ভোটাভুটি করবে। তবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই ভোট বাতিল করেন। তিনি অভিযোগ করেন যে হামাস চুক্তির কিছু শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে। হামাস এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।
অক্টোবর ৭, ২০২৩ থেকে ইসরায়েলের গাজা যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৪৬,৭৮৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১,১০,৪৫৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, ওই একই দিনে হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত ও ২০০ জনেরও বেশি মানুষ বন্দি হয়েছিলেন।
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings