এক ম্যাচ হাতে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দ্বিতীয় ম্যাচে আইরিশদের ৫ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। গুরুত্বপূর্ন সময়ে ৩৯ বলে ৪০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ম্যাচসেরা হয়ে বেশ অবাক বনে গেছেন বাংলাদেশের কাপ্তান।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘একদম হুট করে (ম্যাচ সেরা)। আমি পুরোপুরি সারপ্রাইজড। আমার মনে হয়েছিল, পিংকি আপু হবেন। এটাও আসলে ম্যাটার করে না। দলের জয়ে অবদান রাখতে পেরেছি, এটাই গুরুত্বপূর্ণ। ম্যাচটা শেষ করতে পারলে ভালো লাগতো।’
প্রথম ম্যাচে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে টাইগ্রেসরা। এরপর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে সবচেয়ে বেশি রান তাড়া করে জয় পেয়েছে স্বাগতিকরা। এ প্রসঙ্গে টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘আমরা যা করছি, রেকর্ড হয়ে যাচ্ছে। এটা হলো বিষয় (হাসি)। হয়তো আগে করতে পারিনি, এই কারণে হচ্ছে। ভালো লাগে। দেখেন অনেক দিন ধরে এই ক্রিকেটাররা কষ্ট করছে। ম্যাচ জিততে না পারায় অনেক সময় নেতিবাচকতা বেশি থাকে। দলকে উজ্জীবিত করার যতোই চেষ্টা করেন না কেন, ওইটা থাকে।’
জ্যোতি আরও বলেন, ‘তবে দলের জন্য জয় অনেক বড় ব্যাপার। খারাপ করলে অনেক কিছু চলে আসে যে এটা নেই, ওটা ভালো না। এখনও যে খারাপ কিছু নেই, তা নয়। তবে ভালোর পরিমাণটাই এবার বেশি।’
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings