হোয়াইট হাউস থাকাকালে সবসময়ই ছিলেন আলোচনায়। প্রতিদিনই সংবাদমাধ্যমে তাকে নিয়ে বিতর্ক ও সমালোচনা চলতো। হোয়াইট হাউস ত্যাগের পর আলোচনার কেন্দ্রবিন্দু থেকে সরে যান অনেকটাই। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা। সম্প্রতি তিনি জানতে চেয়েছেন, লোকজন তার অভাব বোধ করছেন কি না।
সোমবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প শনিবার তার ফ্লোরিডার বিলাসবহুল মার-এ-লাগো রিসোর্টে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন। মাইক্রোফোন হাতে নিয়ে রাজনৈতিক বিষয়ে কিছুক্ষণ কথা বলেন তিনি।
সেখানেই বক্তব্যের একপর্যায়ে সমবেতদের উদ্দেশে ট্রাম্প প্রশ্ন করেন, ‘আপনারা কি এখনো আমাকে মিস করছেন?’
বিনোদন ওয়েবসাইট টিএমজেড অনুষ্ঠানে ট্রাম্পের বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, চীন ও ইরানের বিরুদ্ধেও কথা বলেন ট্রাম্প। মেক্সিকো সীমান্ত পরিস্থিতি এবং গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও তার অসন্তোষ প্রকাশিত হয়।
এবারই প্রথম রাজনৈতিক সমর্থকদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হননি ট্রাম্প। ২০১৯ সালে প্রেসিডেন্ট থাকাকালে নিউ জার্সিতে তার গলফ ক্লাবে এ ধরনের এক অনুষ্ঠানে হাজির হন তিনি।
Comments
Loading…