টরন্টোর শিল্পী ক্রিস্টা কিম একটি বাড়ির ডিজাইন করেছেন।‘মার্স হাউস’ নামে পরিচিত, ক্রিপ্টো রিয়েল এস্টেটের এই বাড়িটি পাঁচ লাখ ডলার অর্থাৎ প্রায় সোয়া চার কোটি টাকায় বিক্রি হয়েছে।কিন্তু সে বাড়িতে কেউ কোনোদিন থাকতে পারবে না। কারণ, বাড়িটি ভার্চুয়াল।
প্রকৃতপক্ষে, ডিজাইনার তার বাড়িটিকে একটি এনএফটি হিসেবে ২৮৮ ইথারের সঙ্গে বিনিময় করে বিক্রি করেছেন। এনএফটি বিনিময়যোগ্য ভার্চুয়াল উপাদান যাকে নন-ফানজিবল টোকেন বলা হয়। এটি অনেকটা বিটকয়েনের মতো। আর ইথার এক ধরনের ভার্চুয়াল মুদ্রা। ২৮৮ ইথার পাঁচ লাখ মার্কিন ডলার বা সোয়া চার কোটি টাকার কাছাকাছি।
মার্স হাউস ভার্চুয়াল হওয়ায় এটিতে থাকার কোনো সুযোগ নেই। এটিকে রিয়েলিটি প্রযুক্তির সাহায্যে সেটি দেখা যায়। এর বাইরে সেটির অস্তিত্ব নেই।
এই বাড়ির অভ্যন্তরের স্থানটি বেশিরভাগ ক্ষেত্রে উন্মুক্ত। বাইরে বের হলে একটি বাগান, লাউঞ্জ এবং মঙ্গলগ্রহের পাহাড় দেখা যাবে। বিস্ময়করভাবে, একটি ঝরনাও থাকবে সেখানে।
শিল্পীর মতে, যেহেতু ভার্চুয়াল বিশ্বে কোনও ব্যক্তি খাবার খায় না, তাই ভেতরে রান্না করার কোনো সুযোগ রাখা হয় নি।
GIPHY App Key not set. Please check settings